ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কমলনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
কমলনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আরমান হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

রোববার (১২ নভেম্বর) সকালে উপজেলার চর কাদিরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে কিল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।

 

আরমান কিল্লার বাড়ির আবদুল মান্নানের ছেলে। তিনি একজন নির্মাণ শ্রমিক।

চর কাদিরা ইউপি সদস্য ফজলে এলাহি শামিম বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, আরমান তার নিজ বাড়ির একটি ঘরে নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন। এ সময় বাড়িতে থাকা বিদ্যুতের একটি খোলা তারের সংস্পর্শে বিদ্যুতায়িত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।