ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গোয়ালন্দে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যাচেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৩
গোয়ালন্দে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যাচেষ্টা আইয়ুব আলী খান

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আইয়ুব আলী খানকে (৫০) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।  

বুধবার (৮ নভেম্বর) রাত আড়াইটার দিকে দৌলতদিয়া পতিতালয়ের গোয়ালন্দ উপজেলা যুব লীগের সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম আশ্রাফের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

আহত আইয়ুব আলী দৌলতদিয়া ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য। এছাড়া তিনি দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।  

আইয়ুব আলীর ভাতিজা রুবেল খান বলেন, গতকাল রাত আড়াইটার দিকে দৌলতদিয়া ইউপি সদস্য আশরাফুল ইসলাম আশ্রাফের বাড়িতে আইয়ুব আলী খানকে একই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন শেখ, সভাপতি আব্বাস, শরীফসহ বেশ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মাথাসহ বিভিন্ন স্থানে ছয়টি কোপ দেন। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখনও তার জ্ঞান ফেরেনি।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ইউপি সদস্যকে কুপিয়ে জখমের ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।