ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

আক্কেলপুরে ফিলিং স্টেশনে আগুন, কর্মচারী দগ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৩
আক্কেলপুরে ফিলিং স্টেশনে আগুন, কর্মচারী দগ্ধ

জয়পুরহাট: জয়পুরহাটের আক্কেলপুর এলপিজি ফিলিং স্টেশনে গ্যাসের ট্যাংক বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই ফিলিং স্টেশনের একজন কর্মচারী দগ্ধ হয়েছেন।

তার শরীরের অধিকাংশ অংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।

মঙ্গলবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে আক্কেলপুর পৌর শহরের চার মাথার মোড় এলাকায় অবস্থিত ওই ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে এনেছেন।

আগুনে দগ্ধ ওই কর্মচারীর নাম সাইফুল ইসলাম (৫০)। তিনি আক্কেলপুর পৌর শহরের হাজিপাড়া মহল্লার বাসিন্দা।

আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাকসুদুল হাসান বলেন, সাইফুল ইসলামের প্রায় পুরো শরীর পুড়ে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এলপিজি ফিলিং স্টেশনের কর্মচারী আজিজুল ইসলাম বলেন, রাত ৯টার সময় আমার ডিউটি ছিল। সাইফুল দিনে ডিউটি করেছেন। আমি একটু দেরিতে এসেছি। সাইফুল আমাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আগে এলপিজি স্টেশনের পাইপ পরিষ্কার করছিলেন। এ সময় আমি বাইরে ছিলাম। হঠাৎ করেই এলপিজি ট্যাংক বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। এতে সাইফুলের শরীর পুড়ে যায়।

আক্কেলপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার হাবিবুর রহমান বলেন, এলপিজি ফিলিং স্টেশনের ট্যাংক বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে ফিলিং স্টেশনের এক কর্মচারী দগ্ধ হয়েছেন। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে এনেছি।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, এলপিজির পাইপ জমে গিয়েছিল। সেটা ওই ফিলিং স্টেশনের একজন পরিষ্কার করতে গিয়ে লিকেজ থেকে ট্যাংকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজন কর্মচারী দগ্ধ হয়েছেন। তাকে বগুড়ার শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।