ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মুগদায় বাসে অগ্নিসংযোগ: নির্দেশদাতাসহ গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৩
মুগদায় বাসে অগ্নিসংযোগ: নির্দেশদাতাসহ গ্রেপ্তার ২

ঢাকা: রাজধানীর মুগদা এলাকায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের নির্দেশদাতা ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশলান ক্রাইস (সিটিটিসি) ইউনিট।

সোমবার (৬ নভেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি বলেন, রোববার গভীর রাতে রাজধানীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের মধ্যে মুগদা এলাকায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের নির্দেশদাতা ও তার এক সহযোগী রয়েছেন।  

তিনি বলেন এবিষয়ে সোমবার (৬ নভেম্বর) দুপুর ১ টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলন বিস্তারিত জানানো হবে৷ 

আরও পড়ুন>> ৮ হাজার টাকার চুক্তিতে বাসে আগুন দেন তারা: পুলিশ 

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৩
এসজেএ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।