ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হেলাল-বকুলসহ খুলনা বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৩
হেলাল-বকুলসহ খুলনা বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা

খুলনা: বিএনপির কেন্দ্রীয় তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ খুলনা মহানগর ও জেলা বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে‌ পুলিশ।  মঙ্গলবার (৩১অক্টোবর) খুলনা সদর থানায় মামলাটি দায়ের করেন এস আই খালিদ উদ্দিন।

বুধবার (১নভেম্বর) রাতে মামলার তথ্য জানতে পারেন বিএনপি নেতারা।  

এই মামলায় খুলনা মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, নগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম জহির, আবু হোসেন বাবুসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদকসহ ৪৭ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে।  

খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, সরকারের বিরুদ্ধে নাশকতামূলক ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।

একই দিন জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, নগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম জহিরসহ বিএনপির ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় পৃথক আরেকটি মামলা হয়। সোনাডাঙ্গা থানার এস আই নিয়াজ মোরশেদ বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় ৩৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় ২০০ জনকে আসামি করা হয়েছে। বুধবার এই মামলায় ৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়।


বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা,অক্টোবর ০১,২০২৩ 
এমআরএম/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।