ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে মহাসড়ক ফাঁকা, চলছে বিজিবির টহল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
নারায়ণগঞ্জে মহাসড়ক ফাঁকা, চলছে বিজিবির টহল

নারায়ণগঞ্জ: দেশব্যাপী ৭২ ঘণ্টার অবরোধকে ঘিরে নারায়ণগঞ্জে-ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সকাল থেকেই ফাঁকা থাকতে দেখা গেছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকে মহাসড়কের বিভিন্ন স্থান ঘিরে এ চিত্র দেখা গেছে।

সকাল থেকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবরোধকারীরা মিছিল ও পিকেটিং করছেন।

এদিকে সকাল থেকে অবরোধে যেন কোনো ধরনের নাশকতা না হয় সে জন্য বিজিবি, পুলিশ ও র‍্যাবের টহল অব্যাহত আছে।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্র্যাফিক পুলিশের পরিদর্শক (টিআই) শরফুদ্দিন জানান, সকাল থেকেই যানবাহনের সংখ্যা কম। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বাড়তি নিরাপত্তাও আছে।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
এমআরপি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।