ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বাইডেনের কথিত উপদেষ্টার জন্য কনস্যুলার অ্যাক্সেস চাইল মার্কিন দূতাবাস

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৩
বাইডেনের কথিত উপদেষ্টার জন্য কনস্যুলার অ্যাক্সেস চাইল  মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা পরিচয় দেওয়া ব্যক্তি

ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টার জন্য কনস্যুলার অ্যাক্সেস চেয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।  

সোমবার (৩০ অক্টোবর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ তথ্য জানিয়েছেন।

রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানাতে ঢাকার কূটনীতিকদের ব্রিফ করা হয়।  

ব্রিফিং শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টার জন্য কনস্যুলার অ্যাক্সেস (যোগাযোগ বা আলাপের জন্য অনুমতি) চেয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। আমরা এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেব।

গেল ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নিজেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের  উপদেষ্টা হিসেবে দাবি করেন মিয়া জাহিদুল ইসলাম ওরফে মিয়া আরেফি নামে এক ব্যক্তি। পরদিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৩
টিআর/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।