ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে বিজিবি মোতায়েন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
গাজীপুরে বিজিবি মোতায়েন

গাজীপুর: সারা দেশে বিএনপির ডাকা হরতালে নাশকতা ঠেকাতে গাজীপুরে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) আবুল ফাতে মো. শফিকুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, রোববার (২৯ অক্টোবর) হরতালে নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায় গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে হরতাল সমর্থনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সকলে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় একটি ড্রাম ট্রাকে অগ্নিসংযোগ করে হরতাল সমর্থনকারীরা।

এছাড়া গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় একটি পিকআপে এবং টঙ্গীতে বিআরটিসি দোতলা বাসে অগ্নিসংযোগ করা হয়। এছাড়াও মহাসড়কে আগুন ও কাঠের টুকরায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও বেশ কিছু যানবাহন ভাঙচুর করে হরতাল সমর্থনকারীরা। এ সময় র‌্যাব পুলিশের সঙ্গে হরতাল সমর্থনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

বাংলাদেশ সময়: ১৬২৫, অক্টোবর ২৯, ২০২৩
আরএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।