ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে মাদকবিরোধী অভিযানে আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৩
ফেনীতে মাদকবিরোধী অভিযানে আটক ২

ফেনী: জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে মাদকদ্রব্যসহ দুই কারবারিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল ৭টায় দাগনভূঞা উপজেলাধীন আলাইয়ারপুর ও রাধানন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন আলাইয়ারপুর এলাকার আবুল বাশার (৩৩) এবং রাধানন্দপুর এলাকার বাসিন্দা পরাগ দাস (৩৫)।  

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে দাগনভূঞায় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এদের মধ্যে একজন আলাইয়ারপুর এলাকার আবুল বাশার। তার কাছ থেকে ১৩৫টি ইয়াবা ট্যাবলেট, এক কেজি ৬০০ গ্রাম গাঁজা ও ২৮ বোতল বিদেশি মদ পাওয়া গেছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এছাড়া আটক অপরজন রামানন্দপুরে পরাগ দাসকে নেশাগ্রস্ত অবস্থায় ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে। তাকে ভ্রাম্যমাণ আদালতের আওতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড করা হয়।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৩
এসএইচডি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।