ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কোটালীপাড়ায় প্রধানমন্ত্রীর অনুদানে নৌকা বাইচ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৩
কোটালীপাড়ায় প্রধানমন্ত্রীর অনুদানে নৌকা বাইচ 

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দুর্গাপূজা উপলক্ষে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদানে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (২৪ অক্টোবর) উপজেলার রামশীলের সন্ধ্যা নদীতে বিকেল ৩টা থেকে এ নৌকা বাইচ শুরু হয়।

চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। কোটালীপাড়া ও এর আশপাশের উপজেলা থেকে সাড়েঙ্গা, কোষা, চিলেকাটাসহ বিভিন্ন ধরনের নৌকা নিয়ে এ বাইচ প্রতিযোগিতায় প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।

সন্ধ্যা নদীর রামশীলের স্লুইস গেট থেকে রামমীল ব্রিজ পর্যন্ত প্রায় ১কিলোমিটার এলাকাজুড়ে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নদীটির দুপাড়ে দাঁড়িয়ে হাজার হাজার নারী পুরুষ এ নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন।

প্রতিযোগিতায় পিড়ারবাড়ির বিমল সিকদারের নৌকা প্রথম, রামনগরের নিত্যানন্দ বাড়ৈর নৌকা দ্বিতীয় ও শশীকরের সুধীর বাড়ৈর নৌকা তৃতীয় স্থান লাভ করে।  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মো. শহীদ উল্লা খন্দকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।  

মো. শহীদ উল্লা খন্দকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশের সব ধর্মের মানুষ তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান সঠিকভাবে পালন করতে পারছেন। শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী আছেন বলেই দেশের সর্বক্ষেত্রে এতো উন্নয়ন হয়েছে। তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে দেশের সকল ধর্মের মানুষ ভালো থাকবে।  

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, কোটালীপাড়া থানার ওসি জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন খান, আওয়ামী লীগ নেতা দেবদুলাল বসু পল্টু, সুমন হোসেন বাচ্চু, ইউপি চেয়ারম্যান শ্যামল কান্তি বিশ্বাস, তুষার মধু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাবলু হাজরা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৩
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।