ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে পর্যটকবাহী পিকআপ খাদে পড়ে নিহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৩
সিলেটে পর্যটকবাহী পিকআপ খাদে পড়ে নিহত ২

সিলেট: জৈন্তাপুর উপজেলায় সিলেট-তামাবিল মহাসড়কে পর্যটকবাহী একটি পিক-আপ খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের বৈঠাখাল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই পিক-আপের যাত্রী বলে জানিয়েছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

নিহতরা হলেন, ঢাকার কেরানীগঞ্জ ইটাপাড়া দক্ষিণ কানারচর গ্রামের আব্দুর রহিমের ছেলে জাহাঙ্গীর (৩০) ও একই এলাকার চরতুলাতুলি গ্রামের বারেক মিয়ার ছেলে মোহাইমিন (২৫)।

আহতরা হলেন, কেরানীগঞ্জের মো. শাহ আলমের ছেলে মো. রিপন (২২), কদমতলীর রুবেল আলম (২৮), লঙ্কারচরের আলাউদ্দিনের ছেলে মো. জাহাঙ্গীর আলম (২৫), কেরানীগঞ্জের ইটামারা কদমতলীর বাবুলের ছেলে মিন্টু (২৫) ও নজরুল ইসলামের ছেলে মো. হোসেন (২৬)। এ ছাড়া অন্য দুজনের নাম জানা যায়নি ৷ আহতদের মধ্যে মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাউদ্দিন মিয়া।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কেরানীগঞ্জ থেকে পিকআপে করে সিলেটে মাজার জিয়ারতে আসেন পর্যটকরা। ভোরে মাজার জিয়ারত শেষে সকালে জাফলং বেড়ানোর উদ্দেশে যাওয়ার পথে পিক-আপটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল বশিরুল ইসলাম, জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেছে। পিক-আপ খাদে পদে দুর্ঘটনায় দুজনের মুত্যৃ হয়েছে। তামাবিল হাইওয়ে পুলিশের মাধ্যমে নিহতদের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৩
এনইউ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।