ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

৪৮ দিন পর ভেসে উঠল ঝুলন্ত সেতু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৩
৪৮ দিন পর ভেসে উঠল ঝুলন্ত সেতু

রাঙামাটি: বর্ষার টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে একমাস ১৮ দিন কাপ্তাই হ্রদে ডুবে ছিল রাঙামাটির সিম্বল খ্যাত ঝুলন্ত সেতু। অবশেষে ৪৮ দিন পর হ্রদের পানি কিছুটা কমে যাওয়ায় ভেসে উঠল সেতুটি।

সেতু ভেসে ওঠায় শুক্রবার (২০ অক্টোবর) সকাল থেকে পর্যটকদের আনাগোনা বেড়ে গেছে।

পর্যটন করপোরেশনের কর্তৃপক্ষরা বলছেন, গতকাল বৃহস্পতিবার বিকেলে সেতুটি থেকে পানি সরে যায়। শুক্রবার সকাল থেকে পর্যটন এলাকার সৌন্দর্য বৃদ্ধি করতে রং করা, আশপাশ পরিষ্কার-পরিছন্ন কাজ শুরু হয়। আজ প্রায় হাজারখানেক পর্যটকের আগমন ঘটেছে।

রাঙামাটি পর্যটন করপোরেশনের ম্যানেজার আলোক বিকাশ চাকমা বলেন, প্রায় দেড়মাস সেতুটি হ্রদের পানিতে তলিয়ে থাকায় ১০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। তবে সেতুটি ভেসে ওঠায় সেই ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে।

উল্লেখ্য, রাঙামাটিতে ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদে পানি বেড়ে যাওয়ায় গত ০৩ সেপ্টেম্বর ঝুলন্ত সেতুটি হ্রদের পানিতে তলিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।