ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে খুলনায় মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৩
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে খুলনায় মানববন্ধন

খুলনা: ফিলিস্তিনে ইসরাইলের অব্যাহত হামলা ও আগ্রাসনের প্রতিবাদে খুলনায় মানববন্ধন করা হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) জুম্মার নামাজ শেষে মহানগরীর বায়তুন নূর জামে মসজিদের প্রধান গেটে ‘যুদ্ধ নয় শান্তি চাই’ শ্লোগানকে সামনে রেখে মানববন্ধনের আয়োজন করে দক্ষিণ বঙ্গ স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদ।

দক্ষিণ বঙ্গ স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সভাপতি সালেহ উদ্দিন সবুজের সভাপতিত্বে ও খুলনা ব্লাড ব্যাংকের কোষাধ্যক্ষ মো. আসাদ শেখের সঞ্চালনায় মানববন্ধনে বক্তৃতা দেন খুলনা ফুড ব্যাংক ও ব্লাড ব্যাংকের উপদেষ্টা মো. দেলোয়ার হোসেন, নিরাপদ সড়ক চাইয়ের খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, সিআরসির সভাপতি রাসেল আহমেদ, স্বেচ্ছাসেবক তুহিন হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, একের পর এক ইসরেইলের হামলায় গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অথচ তাদের বিরুদ্ধে পশ্চিমারা কোনো কথা বলছে না। বরং ইসরাইলিদের পক্ষ নিয়ে ফিলিস্তিনে হামলায় সহযোগিতা করছে। যুগের পর যুগ ধরে নিরীহ ফিলিস্তিনি মুসলিমদের ওপর নির্মম নির্যাতন চালানো হচ্ছে। এখন সেখানে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। নারী-শিশু হত্যাসহ তারা মানবতাবিরোধী কার্যক্রম করছে। ফিলিস্তিনি জনগণ তাদের নিজের ভূমিতে নিজেরাই আজ দুর্বিষহ জীবনযাপন করছেন। ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র। কিন্তু ইসরাইল সেখানে অবৈধভাবে অবস্থান করছে। ফিলিস্তিনিদের ওপর অন্যায়ভাবে আক্রমণ করছে।

আন্তর্জাতিক সংস্থাগুলোকে এই আগ্রাসন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।

এ মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সংহতি প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৩
এমআরএম/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।