ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আ. লীগ সরকার সব ধর্মের উন্নয়নে কাজ করে: দীপংকর তালুকদার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৩
আ. লীগ সরকার সব ধর্মের উন্নয়নে কাজ করে: দীপংকর তালুকদার

রাঙামাটি: অসাম্প্রদায়িক সরকার আওয়ামী লীগ সব ধর্মের উন্নয়নে কাজ করে বলে মন্তব্য করেছেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে রাঙামাটি পার্বত্য জেলার পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপন উপলক্ষে অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জেলার স্থানীয় এ সংসদ সদস্য আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে স্মার্ট বাংলাদেশে রূপ নিচ্ছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছে। তাই আগামী সংসদ নির্বাচনে অসাম্প্রদায়িক রাজনৈতিক দল আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান তিনি।

জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম, জেলা পরিষদের সদস্য হাজী মুছা মাতব্বর, রাঙামাটি জেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি অমলেন্দু হাওলাদার, সাধারণ সম্পাদক বিপুল ত্রিপুরাসহ সংশ্লিষ্টরা।

পূজা উদ্‌যাপন সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা পরিষদের পক্ষ থেকে জেলার ৪৩টি মন্দিরকে অনুদানের চেক বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।