ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শেখ রাসেলের জন্মদিনে শাবিপ্রবিতে বৃক্ষরোপণ

শাবিপ্রবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
শেখ রাসেলের জন্মদিনে শাবিপ্রবিতে বৃক্ষরোপণ

শাবিপ্রবি (সিলেট): বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কর্তৃপক্ষ।

বুধবার (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে আমড়া গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচি পালন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

 

এর আগে, একই স্থানে শেখ রাসেলের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান উপাচার্য।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, বিভিন্ন অনুষদের ডিন, শেখ রাসেল পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, দপ্তর প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ইউনিভার্সিটি ইনোভেশন হাব ‘স্মার্ট ইউনিবেটর’ -এর ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর একই স্থানে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।