ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সিনিয়র জেল সুপার ও তার স্ত্রীর নামে মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
সিনিয়র জেল সুপার ও তার স্ত্রীর নামে মামলা

ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ ও তার স্ত্রী  খন্দকার নুরুন নাহার লোটাসের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
 
দুদকের কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ে বুধবার (১৮ অক্টোবর) সংস্থাটির সহকারী পরিচালক মাসুম আলী এ মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি শাহজাহান আহমেদ এবং তার স্ত্রী লোটাস অসৎ উদ্দেশ্যে একে অপরের সহযোগিতায় যথাক্রমে ৭২ লাখ নয় হাজার দুইশ ২২ টাকার ও এক কোটি ৪৮ লাখ ৯৮ হাজার ৭৩ টাকাসহ সর্বমোট দুই কোটি ২১ লাখ সাত হাজার দুইশ ৯৫ টাকার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন। পরে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ও দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তাদের নামে মামলা করে।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।