ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ঢামেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৩
ঢামেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু ফাইল ফটো

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদি মারা গেছেন। তার নাম শাহ আলম কাজী (৪৩)।

মৃত শাহ আলম বাগেরহাট মোল্লারহাট উদয়পুর উত্তর কান্দি কাজী জিন্নাত আলীর ছেলে।

শনিবার (১৪ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ। মারা যাওয়া কয়েদির নম্বর-৮৩২৬/এ।

তিনি আরও জানান, অসুস্থ ওই কয়েদির উন্নত চিকিৎসার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বিকেলের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মারা যান। স্ট্রোকের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৩
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।