ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বেগমগঞ্জে অস্ত্রসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৩
বেগমগঞ্জে অস্ত্রসহ যুবক আটক

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি বন্দুকসহ জাহিদ হাসান সৌরভ (১৯) নামে এক যুবককে আটক করেছ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)।

শনিবার (১৪ অক্টোব) বেলা ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১, সিপিসি-৩ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদুল হাসান।

 

এর আগে, শুক্রবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার পৌর হাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।  

আটক সৌরভ উপজেলার একলাসপুর ইউনিয়নের রইছ উদ্দিনের ছেলে।

র‍্যাব জানায়, সৌরভ মারামারি, দাঙ্গা-হাঙ্গামা, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। র‌্যাব-১১ এর সন্ত্রাস বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে এ অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি বন্দুক জব্দ করা হয়।  

এ ঘটনায় তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।