ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে ফেনসিডিলসহ ২ ভাই আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৩
মেহেরপুরে ফেনসিডিলসহ ২ ভাই আটক

মেহেরপুর: জেলার সীমান্তে অভিযান চালিয়ে ১৭০ বোতল ফেনসিডিলসহ দুই ভাইকে আটক করেছে সদর থানা পুলিশ।

আটকরা হলেন সদর উপজেলার শালিকা গ্রামের মুনসুর আলীর ছেলে মকর আলী ও শুকুর আলী।

মঙ্গলবার (১০ অক্টোবর) ভোররাতে তাদের আটক করা হয়।

জেলার সহকারী পুলিশ সুপার কামরুল হাসান জানান, নিজ বাড়িতে বিপুল পরিমাণ মাদক মজুদ রেখেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম অভিযান চালিয়ে ১৭০ বোতল ফেনসিডিলসহ মকর আলী ও শুকুর আলীকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে হাফিজুর রহমান নামের একজন আসামি পালিয়ে যান। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে জেলা আদালতে পাঠানো হবে বলে জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।