ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সিদ্ধিরগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপভ্যানের ধাক্কা, নিহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৩
সিদ্ধিরগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপভ্যানের ধাক্কা, নিহত ২

ঢাকা: নারায়ণগঞ্জ-সিদ্ধিরগঞ্জ চিটাগাং রোডে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপভ্যানের ধাক্কায় তাতে থাকা দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

মঙ্গলবার (১০ অক্টোবর) ভোর ৪টার দিকে চিটাগাং রোডে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রামপদ চন্দ্র দাস (৪০) নামে এক ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়। তখন আহত পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নেওয়া হয়। পরে চিন্তা (৪৫) নামে অপর একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আহতরা হলেন- আব্দুল বাতেন (৪০), কৃষ্ণা চন্দ্র দাস (৫), জয় মঙ্গল (৪৮) ও অজ্ঞাত আরও একজন (৪০)।

কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল মিয়া বাংলানিউজকে জানান, আহত ও নিহতরা সবাই মাছ ব্যবসায়ী। সবার বাড়ি কুমিল্লার মেঘনা উপজেলায়। ভোরে তারা মেঘনা থেকে পিকআপভ্যানে করে যাত্রাবাড়ি আড়তে মাছ কিনতে আসছিলেন। পথে চিটাগাং রোডে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা লেগে ঘটনাস্থলে রামপদচন্দ্রের মৃত্যু হয়। এছাড়া আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিন্তা নামে একজনের মৃত্যু হয়।

আহত কৃষ্ণা চন্দ্র দাসের চাচাতো ভাই শ্রী রঞ্জিত চন্দ্র দাস জানান, তাদের বাড়ি মেঘনা উপজেলার জয়নগর গ্রামে। এছাড়া বাকিতের বাড়িও একই উপজেলায়। তারা সবাই মেঘনা উপজেলায় মাছের ব্যবসা করেন। ভোরে কয়েকজন মিলে মাছ কিনতে পিকআপভ্যানে করে যাত্রাবাড়ি আসছিলেন। পরে দুর্ঘটনার শিকার হন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, চিটাগাং রোডে সড়ক দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে নিলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতদের মধ্যে কৃষ্ণা দাসকে ভর্তি নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৩
এজেডএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।