ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৩
শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশিকুর রহমান নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  

সোমবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার পাঁচ্চর ইউনিয়নের ছোট কুতুবপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

 

আশিকুর রহমান লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্রস্বর গ্রামের মৃত ভোলা শিকদারের ছেলে। তিনি গভীর নলকূপ স্থাপনের কাজ করতেন।  

জানা গেছে, সোমবার দুপুরে ওই এলাকা গভীর নলকূপ স্থাপনের জন্য মাটি খোঁড়ার কাজ করছিলেন আশিকুর। এসময় মাটি নিচ দিয়ে নেওয়া বৈদ্যুতিক ক্যাবল কেটে গিয়ে বিদ্যুতায়িত হন তিনি। পরে উদ্ধার করে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, স্থানীয়দের মাধ্যমে জেনেছি, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশিকুর রহমান নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি ডিপ টিউবওয়েল স্থাপনের জন্য মাটি গর্ত করছিলেন। পরে মাটি নিচ দিয়ে নেওয়া বৈদ্যুতিক ক্যাবল কেটে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ বিষয়ে তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২৩
এসএম  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।