ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকাস্থ রংপুর বিভাগ সাংবাদিক সমিতির নেতৃত্বে লিটন-ইমন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
ঢাকাস্থ রংপুর বিভাগ সাংবাদিক সমিতির নেতৃত্বে লিটন-ইমন

ঢাকা: রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার (আরডিজেএ) দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৩-এ বিডিনিউজের বিশেষ সংবাদদাতা মর্তুজা হায়দার লিটন সভাপতি ও ভোরের ডাকের সিনিয়র রিপোর্টার ইমরুল কাওসার ইমন সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে তাদের নির্বাচিত ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার শামসুল হক দূররানী।

এ সময় অপর নির্বাচন কমিশনার একে শামসুজ্জোহা ও এমএম মাসুদ উপস্থিত ছিলেন।

দৈনিক নবচেতনার সাইফুল ইসলাম চয়ন সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ক্রম অনুযায়ী যুগ্ম-সম্পাদক পদে দীপ্ত টিভির মাসউদ বিন আব্দুর রাজ্জাক (১) ৯৬ ভোট ও বাংলা ভিশনের সৈয়দ আব্দুল মুহিত (২) ৮ ভোটে নির্বাচিত হয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিটিভির সিনিয়র রিপোর্টার মাজেদুল ইসলাম পাপেল।

সাংস্কৃতিক সম্পাদক পদে প্রতিদিনের সংবাদের জাহিদ কাজী, নারী বিষয়ক সম্পাদক পদে এসএ টিভির গোলেনুর খাতুন রুপা বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে সান নিউজ ডটকমের (সাবেক) মো. আসমাউল মুত্তাকিন সরকার ৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য বাবুইয়ের কাদের বাবু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এর আগে, আরডিজেএ এর দ্বি-বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী প্রধান অতিথি,  গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
টিএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।