ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সলঙ্গায় হেরোইনসহ মাদক কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৩
সলঙ্গায় হেরোইনসহ মাদক কারবারি আটক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান পরিচালনা করে ২৭০ গ্রাম হেরোইনসহ মো. আহসান হাবিব রায়হান (২২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১২
সদস্যরা।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বিএন মো. আবুল হাশেম সবুজ।

এর আগে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাতে সলঙ্গা থানার রামারচর এলাকায় নিউ রুপালী হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক আহসান হাবীব বগুড়া জেলার শাহজানপুর থানার রহিমাবাদ এলাকার আব্দুল জলিলের ছেলে।

লেফটেন্যান্ট কমান্ডার বিএন মো. আবুল হাশেম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রামারচর এলাকায় অভিযান পরিচালনা করে আহসান হাবীবকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৭০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ