ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে তথ্য অধিকার দিবস উদযাপন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৩
রাজশাহীতে তথ্য অধিকার দিবস উদযাপন তথ্য অধিকার দিবস

রাজশাহী: রাজশাহীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সরকার অসীম কুমারের সভাপতিত্বে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা- কর্মচারীরা এ সভায় উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরে বলেন, ইন্টারনেটের ফলে তথ্য পাওয়া অনেক সহজ হয়েছে। মানুষের হয়রানি বহুলাংশে কমে এসেছে। এ সময় তারা তথ্য প্রাপ্তির সময় কমিয়ে আনার পরামর্শ দেন।

এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব’ এবং স্লোগান হচ্ছে ইন্টারনেটে তথ্য পেলে জনগণের শান্তি মেলে।

এখানে উল্লেখ্য যে, ২৮ সেপ্টেম্বর বিশ্বজুড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত হয়। এ বছর ও দিন পবিত্র ঈদে মিলাদুন্নবীর ছুটি থাকায় বাংলাদেশে আজ বুধবারই (২৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৩

এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।