ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
নারায়ণগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি রানাকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।  

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহম্মেদ।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ সেপ্টেম্বর জেলার সদরের মাছ ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। রানা নারায়ণগঞ্জের ফতুল্লার সবুজবাজ এলাকার আলী হোসেনের ছেলে। তিনি ২০২২ সালের ২২ আগস্ট অতিরিক্ত মহানগর দায়রা জজ ৭ম আদালত ঢাকা কর্তৃক যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি।

পিসিপিআর যাচাই করে দেখা যায় যে, তার বিরুদ্ধে ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী ও কদমতলী থানায় একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
এমআরপি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।