ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে চোরাই ইজিবাইকসহ গ্রেপ্তার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩
হবিগঞ্জে চোরাই ইজিবাইকসহ গ্রেপ্তার ২

হবিগঞ্জ: হবিগঞ্জে চোরাই ব্যাটারিচালিত ইজিবাইকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার ধুলিয়াখাল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে সদর মডেল থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- জেলার চুনারুঘাট উপজেলার পাঁচগাঁও গ্রামের ইয়াকুব আলীর ছেলে মিজানুর রহমান (৩৩) ও সদর উপজেলার শিয়াল দারিয়া গ্রামের আব্দুল গনির ছেলে রশিদ মিয়া (৩০)।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বাংলানিউজকে জানান, গত ২২ সেপ্টেম্বর জেলা সদর হাসপাতালের সামনে থেকে একটি ইজিবাইক চুরির ঘটনায় তদন্তে নামে পুলিশ। পরে উপজেলার ধুলিয়াখাল এলাকায় অভিযান চালিয়ে চুরির ইজিবাইকসহ মিজানুর ও রশিদকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।