ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাংবাদিকদের কেউ অবহেলা করবেন না: সমাজকল্যাণমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩
সাংবাদিকদের কেউ অবহেলা করবেন না: সমাজকল্যাণমন্ত্রী

লালমনিরহাট: ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা প্রকৃত ঘটনা উদঘাটন করে বস্তুনিষ্ট সংবাদ তুলে ধরেন।

তাদের কেউ অবহেলা করবেন না। ’  

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে লালমনিরহাট সার্কিট হাউসে সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক ইউনুস আলীর পরিবারকে আর্থিক অনুদান দেওয়ার সময় এসব কথা বলেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, সাংবাদিকরা পত্রিকায় লেখালেখির মাধ্যমেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে। রোদ-বৃষ্টি তাদের কাছে কিছুই না। জীবনের কঠিনতম ঝুঁকি নিয়েও তারা দেশবাসীর কল্যাণে তথ্য তুলে আনেন।  

সদ্য সড়ক দুর্ঘটনায় নিহত লালমনিরহাট রিপোর্টাস ইউনিটির সভাপতি সাংবাদিক ইউনুস আলীর পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী আরও বলেন, শুধু একলাখ টাকা নয়। প্রয়াত সাংবাদিক ইউনুস আলীর দুই ছেলের লেখাপড়ার বিষয়ও খোঁজ-খবর আমি রাখব। তাদের যেকোনো সমস্যায় আমার এখানে এলে আমি তাদের পাশে দাঁড়াব। আশা করছি, সন্তান দুইটি প্রতিষ্ঠিত হলে পরিবারটির কষ্ট আর থাকবে না।  

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন, সমাজকল্যাণমন্ত্রীর সহকারী ব্যক্তিগত কর্মকর্তা মিজানুর রহমান মিজান, লালমনিরহাট টিভি ফোরামের সভাপতি আনিছুর রহমান লাডলা, এনটিভির জেলা প্রতিনিধি হায়দার আলী বাবুসহ জেলায় কর্মরত সাংবাদিকরা।  

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।