ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সৈয়দপুর বিমানবন্দরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৩
সৈয়দপুর বিমানবন্দরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।  

শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে তাকে এ শুভেচ্ছা জানানো হয়।

এসময় নীলফামারীর পুলিশ সুপার গোলাম সবুর, সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সারোআর আলম, সৈয়দপুরের ইউএনও ফয়সাল রায়হান, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী একেএম রাশেদুজ্জামান, সাধারণ সম্পাদক মহসিনুল হক, আওয়ামী লীগ নেতা মাসুদুর রহমান লেলিন ও মোস্তফা কামালসহ অনেকে।  

এরপর মন্ত্রী বিমানবন্দর ভিআইপি লাউঞ্জে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও প্রশাসনের লোকজনের সঙ্গে কুশল বিনিময় করেন।

শুক্রবার বিকেল ৩টায় রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘বীর মুক্তিযোদ্ধা সৈনিক হত্যাকারী জিয়া ও খালেদা জিয়ার গুম-খুন-অগ্নিসন্ত্রাসে ভুলুণ্ঠিত মানবাধিকার’ শিরোনামে এক আলোচনা সভায় অংশ নিতে রংপুর যাচ্ছেন মন্ত্রী। এ সভার আয়োজক মায়ের কান্না নামে একটি সংগঠন।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।