ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতেই ধরা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৩
পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতেই ধরা 

নওগাঁ: নওগাঁর পত্নীতলায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতেই ধরা পড়লেন দুই যুবক।

তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পত্নীতলা থানা পুলিশ।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার ঘোষনগর ইউনিয়নের নেপালপুর এলাকা থেকে ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ওই ইউনিয়নের চক শ্রীপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আবু ইছা মুরাদ (২৮) ও আবু হাসানের ছেলে মো. মিনহাজ (২২)।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে উপ-পরিদর্শক (এসআই) জাফর আহম্মেদসহ কয়েকজন পুলিশ সদস্য বিভিন্ন স্থানে টহল দিচ্ছিলেন। এসময় নেপালপুর এলাকায় ৪ ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখলে তাদের সন্দেহ হয়। পরে তাদের জিজ্ঞাসা করলে গ্রেপ্তার ওই দুই যুবক একটি চার্জারগাড়ি আটকিয়ে পুলিশের এসআই শামীম পরিচয় দিয়ে দুই ব্যক্তিকে মাদক কারবারি বলে তাদের কাছে থেকে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এসময় পুলিশ সদস্যরা তাদের নাম পরিচয় ও কোনো থানায় কর্মরত আছেন জিজ্ঞাসা করলে গড়িমসি শুরু করেন। পরে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২৫ সিসি ১টি ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার বাদী পুলিশ। দুপুরে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।