ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নালিতাবাড়ীতে মৌমাছির কামড়ে একজনের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৩
নালিতাবাড়ীতে মৌমাছির কামড়ে একজনের মৃত্যু  প্রতীকী ছবি

শেরপুর: শেরপুরের নালিতাবাড়ীতে মৌমাছির কামড়ে কোরবান আলী (৪০) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে।  

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নন্নী ইউনিয়নের নন্নী বাইগরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কোরবান আলীসহ ৫/৬ জন বড়শি দিয়ে মাছ ধরার জন্য পার্শ্ববর্তী মরাগাঙ্গী খালের খরখরিয়া ব্রিজ সংলগ্ন স্থানে যান। সেখানে একটি গাছে মৌমাছি বাসা বেঁধেছিল। গাছের নিচে বসে মাছ ধরার একপর্যায়ে অনেকগুলো মৌমাছি দলবেঁধে কোরবান আলীকে কামড় দেয়। এ সময় তার চিৎকারে সঙ্গীরা আগুন জ্বালিয়ে ধোঁয়ার সাহায্যে কোরবান আলীকে উদ্ধার করে প্রথমে নন্নী হাসপাতালে আনেন। পরে অবস্থার অবনতি হলে তাকে সেখানকার চিকিৎসক পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কোরবান আলীর মৃত্যু হয়।  

সংশ্লিষ্ট নন্নী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।