ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় হত্যায় মামলা, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৩
উল্লাপাড়ায় হত্যায় মামলা, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষক সাখায়াত হোসেন (৪৮) হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলার প্রধান দুই আসামি স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে নিহতের মেয়ে নাসিমা খাতুন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে দুপুরের দিকে উপজেলার দিঘলগ্রাম থেকে মামলা অন্যতম ওই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

গত ১৮ সেপ্টেম্বর সকালে উপজেলার দিঘল গ্রামের বক্কার মণ্ডলের বসতবাড়ির পাশ থেকে সাখায়াতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন- ওই গ্রামের আবু বক্কার মণ্ডলের ছেলে আলমেজ (৪২) ও তার স্ত্রী মোমেনা খাতুন (৩৬)।

মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তৈবর রহমান জানান, সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে আবু বক্কার মণ্ডলের বাড়ির পাশে থেকে কৃষক সাখাওয়াতের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বুধবার মামলা দায়ের করলে এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।