ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১০৫ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১০৫ প্রতিষ্ঠানকে জরিমানা

ঢাকা: আলু, পেঁয়াজ ও ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারা দেশে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে সারা দেশে ১০৫ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় সরকারি তদারকি সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আলু, পেঁয়াজ ও ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে দেশের বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে।

এর মধ্যে ঢাকা মহানগরীতে অধিদপ্তরের ৩টি টিম বাজারে অভিযান পরিচালনা করে। এছাড়া অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের ৪৭টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সারাদেশে অধিদপ্তরের ৪৯টি টিম কর্তৃক ৬৪টি বাজারে ১০৫টি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ৯৯ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তার অধিকার রক্ষায় এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
এসসি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।