ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ইউএনও বাজারে আসতেই কমে গেল আলুর দাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৩
ইউএনও বাজারে আসতেই কমে গেল আলুর দাম

নীলফামারী: উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নীলফামারীর ডোমার কাঁচাবাজার তদারকিতে আসার সঙ্গে সঙ্গে কমে গেছে আলুর দাম।  

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ডোমার কাঁচাবাজারে অভিযান চালানো হয়।

 

এসময় বাজারের ক্রেতা হৃদয় চন্দ্র (৪৫) বলেন, বিক্রেতা আমার কাছে এক কেজির আলুর দাম ৪২ টাকা কেজি চাচ্ছিলেন। এসময় ইউএনও বাজারে ঢুকলে ৪২ টাকার পরিবর্তে আমার কাছে ৩৫ টাকা কেজি দরে আলু বিক্রি করেন তিনি।

ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে আলু, পেঁয়াজ ও ডিম বেশি দামে বিক্রি হওয়ার অভিযোগে ডোমার বাজারে অভিযান চালানো হয়। এসময় আলু বেশি দামে বিক্রি করছিলেন না ব্যবসায়ীরা। তবে পরে বেশি দামে বিক্রি করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইউএনও বলেন, মূল্যতালিকা না থাকায় মেসার্স রতন ভাণ্ডারের আড়তদার আব্দুল মালেককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া দুপুর আড়াইটার দিকে আলু সংরক্ষণাগার শাওন হিমাগারের কর্তৃপক্ষ ও পাইকারি ব্যবসায়ীদের নির্ধারিত দামে আলু বিক্রি করতে সতর্ক করা হয়েছে।

এসময় উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর আল–আমীন রহমান ও ডোমার থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিল।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।