ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৩
নাটোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

নাটোর: নাটোর রেলওয়ে স্টেশন প্লাটফর্ম এলাকায় রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি প্লাটফর্মে প্রবেশ করার মুহূর্তে ওই ব্যক্তি লাইনের ওপর মাথা রেখে শুয়ে পড়েন।

এতে তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে মরদেহ উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত ওই ব্যক্তি বেশ কিছু সময় ধারে নাটোর স্টেশনের রেললাইনের মাঝে হাঁটাহাঁটি করছিলেন। বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি ১ নম্বর প্লাটফর্মের লাইনে প্রবেশ করার আগে লাইনের ওপর মাথা রেখে শুয়ে পড়েন তিনি। এতে তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।

নাটোর স্টেশন মাস্টার রেজাউল করিম বাংলানিউজকে জানান, মরদেহটি লাইনের ওপর থেকে সরিয়ে রাখা হয়েছে। বিষয়টি সান্তাহার রেলওয়ে থানাকে জানানো হয়েছে। ট্রেনে কাটা পড়া ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা আত্মহত্যা।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুক্তার হোসেন বাংলানিউজকে জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।