ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কমলনগরে সালিশি বৈঠক থেকে ধর্ষক গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৩
কমলনগরে সালিশি বৈঠক থেকে ধর্ষক গ্রেপ্তার

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আ. সহিদ (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে রোববার (১৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার মতিরহাট এলাকায় সালিশি বৈঠক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত সহিদ চরকালকিনি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের অহিদুর রহমানের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, পাঁচ থেকে ছয় দিন আগে প্রতিবন্ধী কিশোরীর মা তার বড় মেয়ের বাড়ি ঢাকায় বেড়াতে যান। এ সুযোগে অভিযুক্ত সহিদ কিশোরীকে ঘরে একা পেয়ে বিভিন্ন প্রলোভনে টানা তিনদিন তাকে ধর্ষণ করে।  

শেষের দিন শনিবার (১৬ সেপ্টেম্বর) অভিযুক্ত সহিদ ওই কিশোরীর ঘর থেকে বের হওয়ার সময় এলাকাবাসী তাকে দেখে ফেলে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম্য মাতব্বররা ধর্ষক আ. সহিদের পক্ষ হয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পরে রোববার (১৭ সেপ্টেম্বর) রাতে খবর পেয়ে পুলিশ মতিরহাট এলাকার একটি সালিশি বৈঠক থেকে অভিযুক্ত আ. সহিদকে আটক করে।  

এ ঘটনায় প্রতিবন্ধী কিশোরীর ভাই রাশেদ খান বাদী হয়ে মামলা করলে পুলিশ ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখায়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আসামিকে ধর্ষণ মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।