ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পাচারের সময় পিকআপ ভ্যান ভর্তি চা পাতা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩
পাচারের সময় পিকআপ ভ্যান ভর্তি চা পাতা জব্দ

পঞ্চগড়: পঞ্চগড়ে রাতের আঁধারে পাচারের সময় অর্ধশতাধিক বস্তা চা পাতাসহ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পঞ্চগড় সদর উপজেলার মাহানপাড়ার আঞ্চলিক সড়ক থেকে এ চা জব্দ করা হয়।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চাসহ গাড়িটি জব্দ করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান পিকআপ ভ্যানের চালক। চালক পালিয়ে যাওয়ায় উৎপাদিত চা কারখানার নাম ও পাচারের স্থান জানা যায়নি।  

অভিযানে উপস্থিত ছিলেন পঞ্চগড় চা বোর্ডের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।

পঞ্চগড় চা বোর্ডের আঞ্চলিক কার্যালয়ের উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন বাংলানিউজকে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে অভিযানের সময় গাড়িটির নাম্বার প্লেট পাওয়া যায়নি। গাড়ির গায়ে রং দিয়ে ছোট করে একটি নাম্বার লেখা থাকলেও ধারণা করা হচ্ছে এটি ভুয়া নাম্বার।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রুহুল আমিন চায়ের বস্তাসহ একটি পিকআপ ভ্যান জব্দ করার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, অর্ধশতাধিক বস্তা চা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৮০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।