ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

জাজিরায় কীর্তিনাশা নদীতে মাছের পোনা অবমুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৩
জাজিরায় কীর্তিনাশা নদীতে মাছের পোনা অবমুক্ত

শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরা উপজেলায় কীর্তিনাশা নদীতে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।  

উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে মাছের পোনা অবমুক্ত করা হয়।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনা অবমুক্ত করেন শরীয়তপুর জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ নিজাম উদ্দিন আহাম্মেদ।  

এ সময় উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান সোহেল, জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ প্রমুখ।

২০২৩-২৪ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ উন্নয়ন প্রকল্পের আওতায় মোট ২৩৭ কেজি রুই, কাতলা ও শিং মাছের পোনা অবমুক্ত করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।