ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ছাত্রলীগ নেতা নাঈমকে দেখতে হাসপাতালে ডিএমপি কমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৩
ছাত্রলীগ নেতা নাঈমকে দেখতে হাসপাতালে ডিএমপি কমিশনার ছাত্রলীগ নেতা নাঈমের সঙ্গে কথা বলছেন ডিএমপির কমিশনার খন্দকার গোলাম ফারুক। ছবি: বাংলানিউজ

ঢাকা: নির্যাতনে আহত ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈমকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে গিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে তিনি ওই হাসপাতালে যান।



ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার কে এন রায় নিয়তি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ দুপুর পৌনে ১টার দিকে কমিশনার মহোদয় ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন নাঈমকে দেখতে ওই হাসপাতালে যান। সেখানে নাঈমের শারীরিক খোঁজখবর নেন তিনি।

এর আগে শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে শাহবাগ থানায় তুলে নিয়ে গিয়ে নাঈমকে নির্যাতন করেন পুলিশের রমনা বিভাগের বিতর্কিত অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশীদ। এ ঘটনায় রোববার (১০ সেপ্টেম্বর) তাকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৩
এসজেএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।