ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে বাগানে মিলল নারীর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২৩
চাঁদপুরে বাগানে মিলল নারীর মরদেহ প্রতীকী ছবি

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নে একটি বাগান থেকে শিলা খানম (২৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত শিলা গোপালগঞ্জ জেলা সদরের করপাড়া সরদার বাড়ির মো. মুনছার খানের মেয়ে।  

মৈশাদী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলাম পাটওয়ারী বলেন, সকালে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড উত্তর মৈশাদী গ্রামের আদুর খাঁর বাড়ির সামনের বাগানে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি থানায় জানানো হয়। খবর পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে পৌঁছে ওই নারীর পরিচয় শনাক্ত করেন।  

চেয়ারম্যান আরও জানান, এখন পর্যন্ত ওই নারীর কোনো আত্মীয়-স্বজনের খোঁজ পাওয়া যায়নি। আমাদের এলাকায় তার কোনো আত্মীয় স্বজন আছে কি না, তাও জানি না। তবে বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।  

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মর্গের রিপোর্ট দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।