ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

শিবচরে সংঘর্ষ: তিন কিশোর পুলিশ হেফাজতে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২৩
শিবচরে সংঘর্ষ: তিন কিশোর পুলিশ হেফাজতে

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে খেলাধুলা নিয়ে বাগ-বিতণ্ডার জেরে কিশোরদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় শিবচর থানা পুলিশ তিন কিশোরকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে দুই কিশোর পুলিশ হেফাজতে চিকিৎসাধীন এবং অন্য কিশোর থানা হেফাজতে রয়েছে।

 

মঙ্গলবার দুপুরে এ ঘটনার পর থেকে বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত তাদের গ্রেপ্তার করে পুলিশ।  

শিবচর থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলার পৌর এলাকার নন্দ কুমার ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ের সামনের বালুর মাঠে খেলা নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই বিদ্যালয়ের ইমাম ও সবুজ গ্রুপের কিশোর সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় সবজু গ্রুপের সিয়াম (১৬), রাজন (১৬) এবং ইমাম গ্রুপের মো. ইমাম (১৬) ও রাহাত (১৬) গুরুতর জখম হয়।  

এদের মধ্যে সিয়াম ও রাজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। অন্যরা শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় মঙ্গলবার গুরুতর আহত সিয়ামের ফুফু রিজিয়া বেগম বাদী হয়ে শিবচর থানায় মামলা দায়ের করেন। এরপরই পুলিশ পৌর সভার ১ নম্বর ওয়ার্ডের গুয়াতলা এলাকার রিপন খানের ছেলে মো. ইমাম, কেরানিবাট এলাকার ফজলুল হকের ছেলে রাহাত এবং গুয়াতলা এলাকার ইউনুস মুন্সির ছেলে সায়মনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে ইমাম ও রাহাত পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, ফুটবল খেলা নিয়ে কয়েকদিন আগের কথা কাটাকাটির জেরে মঙ্গলবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় সিয়াম নামের এক কিশোরকে গলায় ছুরিকাঘাত করলে সে গুরুতর জখম হয়। তাকে মঙ্গলবার দুপুরে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠিয়েছে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। ওই কিশোররা নবম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, কিশোরদের সংঘর্ষের ঘটনায় তিন কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। পুলিশি তৎপরতা অব্যাহত আছে।

** শিবচরে খেলা নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে কিশোর আহত 

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।