ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সালথার ইউএনও শাহিনের অশ্রুসিক্ত বিদায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২৩
সালথার ইউএনও শাহিনের অশ্রুসিক্ত বিদায় বক্তব্য দিচ্ছেন মো. আক্তার হোসেন শাহিন

ফরিদপুর: চোখে ছিল পানি, তবুও স্নিগ্ধ হাসি দিয়ে সহকর্মী ও স্থানীয় সবার কাছ থেকে বিদায় নিলেন ফরিদপুরের সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আক্তার হোসেন শাহিন।  

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে সালথা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও শাহিনকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সালথা উপজেলা পরিষদ।  

অনুষ্ঠানে একই সঙ্গে নবাগত সালথার ইউএনও হিসেবে যোগদান করেন মো. আনিছুর রহমান বালী। এর আগে, তিনি বিশ্বব‌্যাংকে কর্মরত ছিলেন।  

সালথা উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা শেষে বিদায়ী ইউএনও আক্তার হোসেন শাহিনকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। একই সময় নবাগত ইউএনও হিসেবে স্থলাভিষিক্ত হওয়া মো. আনিছুর রহমান বালীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।  

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সালথা উপজেলা সমাজসেবা অফিসার সৈয়দ ফজলে রাব্বী নোমানের সঞ্চালনায় বক্তব্য দেন সালথা উপজেলা পরিষদের চেয়ারম‌্যান মো. ওয়াদুদ মাতুব্বর, বিদায়ী ইউএনও মো. আক্তার হোসেন শাহিন, নবাগত ইউএনও মো. আনিছুর রহমান বালী, সহকারী কমিশনার (ভূমি) মো. শাহাদাৎ হোসেন প্রমুখ।  

বিদায় বেলায় ইউএনও আক্তার হোসেন শাহিন বলেন, ভালো থাকুক সালথা উপজেলার প্রতিটি মানুষ। আমার কর্মজীবনে সেরা সঞ্চয় হিসেবে পেয়েছি আপনাদের ভালোবাসা। সরকারি চাকরিজীবী হিসেবে বদলিজনিত কারণে কোনো জেলায় বা উপজেলায় স্থায়ী হওয়ার সুযোগ নেই প্রশাসনিক কর্মকর্তাদের। উপজেলায় কর্মরত অবস্থায় সহকর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতাদের অনেক রকমের সহয়তা পেয়েছি। নিজের অজান্তেও যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, কারও প্রতি অন্যায় করে থাকি তাহলে আমি ক্ষমাপ্রার্থী।  

এ সময় উপস্থিত বেশির ভাগ মানুষের চোখেই ছিল পানি। আবেগ থামাতে না পেরে কেঁদে ফেলেন অনেকেই। তৈরি হয় এক আবেগঘন পরিবেশ।  

জানা গেছে, ২০২২ সালের ২৪ অক্টোবর সালথার ইউএনও হিসেবে যোগদান করেন আক্তার হোসেন শাহিন। এর আগে তিনি নরসিংদী জেলার বেলাবো উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে পদোন্নতি পেয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পরবর্তীকালে কর্মস্থলে যোগ দেবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, সেপ্টেম্ব ০৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।