ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ডিমলার বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২৩
ডিমলার বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নীলফামারী: নীলফামারীর ডিমলা উপজেলার খগা খড়িবাড়ী ইউনিয়নের দক্ষিণ বন্দর খড়িবাড়ী গ্রামের মৃত জসমুদ্দিনের ছেলে বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামকে (৭০) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

সোমবার (০৪ সেপ্টেম্বর) সকালে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুর রহিমের নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদায় সমহিত করার জন্য তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকী। এ সময় অন্যান্যদের আরও উপস্থিত ছিলেন মধ্যে ছিলেন উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সামছুল হক, অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার হাজী আশরাফ আলী, অত্র ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলামসহ (লিথন) ডিমলা থানা পুলিশের বীর মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী।

উল্লেখ্য, রোববার (০৩ সেপ্টেম্বর) বিকেলে বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি এক ছেলে, ছয় মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২৩ 
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।