ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে ছুরিকাঘাতে যুবক খুন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২৩
সুনামগঞ্জে ছুরিকাঘাতে যুবক খুন ছুরিকাঘাত: প্রতীকী ছবি

সিলেট: সুনামগঞ্জের ছাতক উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোজাম্মেল হোসেন মাসুম (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন।

শনিবার (২ সেপ্টেম্বর) ভোরে ছাতক সিমেন্ট ফ্যাক্টরির ট্রান্সপোর্ট এলাকা সংলগ্ন সুরমা নদীর তীরে এ ঘটনা ঘটে।

নিহত মোজান্মেল হোসেন মাসুম ছাতক পৌর শঞরের পূর্ব নোয়ারাই গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমানের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ হোসাইন আহমদ নামে এক যুবককে আটক করেছে। আটক হোসাইন পৌরসভার বাগবাড়ি মহল্লার হুমায়ুন কবিরের ছেলে।

স্থানীয় সুত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে গভীর রাতে ছাতক সিমেন্ট ফ্যাক্টরির ট্রান্সপোর্ট এলাকায় ডেকে নিয়ে মোজান্মেল হোসেন মাসুমকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এ সময় স্থানীয় লোকজন ধাওয়া করে লাফার্জ-হোলসিম কারখানা এলাকা থেকে হোসাইন আহমদ (২৫) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

ছুরিকাঘাতে গুরুতর আহত মোজান্মেল হোসেন মাসুমকে ছাতক হাসপাতালে নিয়ে যাওয়ার পর ভোরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছাতক থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত ১ জনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২৩
এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।