ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মসজিদ থেকে জেলা জামায়তের আমিরসহ আটক ১৫  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২৩
মসজিদ থেকে জেলা জামায়তের আমিরসহ আটক ১৫  

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি মসজিদে অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলা শাখার আমিরসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ৷

শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার কাঞ্চন এলাকার কেরাবোর দেওয়ান বাড়ির মসজিদ থেকে তাদের আটক করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ৷

পরদিন (শনিবার) বিষয়টি নিশ্চিত করে তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা।  

তিনি বলেন, নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে উদ্দেশ্যে গোপন বৈঠকের খবর পেয়ে ডিবি পুলিশ ওই মসজিদে অভিযান চালায় ৷ পরে সেখান থেকে জামায়াতে ইসলামীর ১৫ জন নেতাকে আটক করা হয়৷ তাদের মধ্যে সংগঠনটির জেলা শাখার আমির মমিনুল হক, রূপগঞ্জ উপজেলার সভাপতি ও সেক্রেটারিসহ বিভিন্ন ইউনিটের নেতা রয়েছেন৷

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২৩
এমআরপি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।