ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় রেলে কাটা পড়ে নারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
ফতুল্লায় রেলে কাটা পড়ে নারীর মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় রেলে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ আগস্ট) সকাল পৌনে ১১টায় ঢাকাগামী ট্রেনে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের পরনে ছিল গোলাপি রঙের সালোয়ার কামিজ।

নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের আইসি নূর মোহাম্মদ জানান, নিহত নারীর নাম পরিচয় জানার চেষ্টা চলছে। নারীর মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
এমআরপি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।