ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে পিস্তলসহ যুবক গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
নোয়াখালীতে পিস্তলসহ যুবক গ্রেপ্তার

নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলায় বিদেশি পিস্তলসহ মো. রাজিব (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।  

রোববার (২৭ আগস্ট) দুপুরে তাকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

 

এর আগে, শনিবার দিনগত রাতে উপজেলার পূর্ব এওজবালিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।  

গ্রেপ্তারকৃত রাজিব উপজেলার এওজবালিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব এওজবালিয়া গ্রামের আক্কাস মিয়া বাড়ির মৃত মিজানুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারি পরোয়ানা থাকায় শনিবার রাতে রাজিবের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার ঘরে একটি বিদেশি পিস্তল পায় পুলিশ।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।