ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ইন্দুরকানীতে সড়ক দুর্ঘটনায় আহত ইজিবাইক চালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
ইন্দুরকানীতে সড়ক দুর্ঘটনায় আহত ইজিবাইক চালকের মৃত্যু প্রতীকী ছবি

পিরোজপুর: পিরোজপুরের ইন্দুরকানিতে পিকআপভ্যানের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনদিন পর চাঁন মিয়ার (৪৫) মৃত্যু হয়েছে।  

পারিবারিক সূত্রে জানা গেছে, চাঁন মিয়া আহত হওয়ার পর তাকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠান হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৬ আগস্ট) সকালে মৃত্যু বরণ করে।  

চন্ডিপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহাদাত হোসেন জানান, আহত চাঁন মিয়া কলারণ গ্রামের আয়নাল হকের ছেলে। চিকিৎসারত অবস্থায় শনিবার সকালে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। চাঁন মিয়ার স্ত্রী ও এক  ছেলে সন্তান রেখে গেছেন।  

উল্লেখ্য, গত ২৪ আগস্ট ভোরে চাঁন মিয়া ইজিবাইকে যাত্রী নিয়ে পিরোজপুর যাওয়ার পথে টগড়া মোড়ে বিপরীত দিক থেকে আসা পিকআপভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে চান মিয়াসহ তিনজন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন উন্নত চিকিৎসার জন্য তাকে খুমেক হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় সহযোগীসহ (হেলপার) ঘাতক ট্রাকচালক সেই দিনই ইন্দুরকানী থানায় আটক হন। বর্তমানে আটক দু’জন পিরোজপুর কারাগারে রয়েছেন।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।