ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সদরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৩
সদরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত নিহত ফয়সাল খান

ফরিদপুর: ফরিদপুরের সদরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা লেগে ফয়সাল খান (২৪) নামে এক আরোহী নিহত হয়েছেন।  

শুক্রবার (২৫ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার শ্যামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ফয়সাল পার্শ্ববর্তী চরভদ্রাসন উপজেলার বিএস ডাংগি গ্রামের আলমগীর খানের ছেলে।  

জানা গেছে, মোটরসাইকেলযোগে জয়বাংলা বাজার থেকে বাড়িতে ফিরছিলেন ফয়সাল। পথে শ্যামপুর এলাকায় এলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই আরোহী ফয়সালের মৃত্যু হয়। এ সময় তার সঙ্গে থাকা সাব্বির (৫) নামে এক শিশুকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

ঘটনার সত্যতা নিশ্চিত করেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।