ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহ, ৩ যুবকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহ, ৩ যুবকের কারাদণ্ড

নরসিংদী: নরসিংদীর রায়পুরায় এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে বহিরাগত তিন যুবককে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া নকল করার অভিযোগে এক পরীক্ষার্থীকেও বহিষ্কার করা হয়।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার রহিমাহক চেতনা বিকাশ মহিলা কলেজ কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজগর হোসেন।

দণ্ডপ্রাপ্ত যুবকরা হলেন- উপজেলার নজরপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (৩১), মেথিকান্দা গ্রামের মো. গোলাপ মিয়ার ছেলে দ্বীন ইসলাম (২০) ও সায়দাবাদ গ্রামের বাছেদ মিয়ার ছেলে নূর আলম (২৯)।

তাদের পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০ এর ১১(গ) ধারায় শফিকুলকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, দ্বীন ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নূর আলমকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে দুপুরেই পুলিশি সহযোগিতায় তিনজনকে জেল হাজতে পাঠানো হয়।

ইউএনও আজগর হোসেন জানান, বৃহস্পতিবার সকালে এইচএসসি পরীক্ষার্থীদের ইংরেজি ২য় পত্র পরীক্ষা চলাকালীন সময়ে কলেজে বহিরাগত তিন যুবক পরিক্ষার্থীদের নকল সরবরাহ করতে যান। পরে পুলিশ সদস্যা তাদের আটক করে। এ সময় তাদের ফোনে প্রশ্নপত্র ও উত্তরপত্রের প্রমাণ মিললে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া হয়। এছাড়া পরীক্ষায় নকল করার অভিযোগে রুবেল মিয়া নামে রায়পুরা সরকারি কলেজের এক ছাত্রকে বহিষ্কার করেছে কেন্দ্র কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।