ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ঢাকা: অপহরণ ও ধর্ষণ মামলায় পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ধর্ষক জহির খান (৩০)কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

মঙ্গলবার (২২ আগস্ট) ভোর বেলায় নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মো. ফরিদ উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে র‌্যাব-১০ এর একটি দল নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার আদমজী ইপিজেড এলাকায় অভিযান চালায়। অভিযানে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার  নারী ও শিশু নিযার্তন দমন আইন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জহির খানকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে ভিত্তিতে তিনি জানান, আসামি মামলা পর থেকে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিলেন।  

আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
এমএমআই/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।